Previous
Next

সর্বশেষ

Thursday, January 15, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজাখালী ইউনিয়ন বিএনপির  উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধিঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজাখালী সিকদার পাড়া চৌ- রাস্তার মাথা সংলগ্ন অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে রাজাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার আবু জাফর এম এ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোছাইন।

রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর, জিয়াউল হক জিয়া, হাজী আক্তার, মাষ্টার জাকের হোছাইন, রাজাখালী ইউনিয়ন ওলামা দলের আহবায়ক মাওলানা মুহাম্মদ হোছাইন।

এছাড়াও রাজাখালী ইউনিয়ন ৩নং ওয়ার্ড় বিএনপির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, ৩নং ওয়ার্ড় যুবদলের সভাপতি মোহাম্মদ মোফাচ্ছেল হকসহ প্রমূখ। 

খতমে কুরআন ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের জন্য তার ত্যাগ ও আপসহীন ভূমিকার কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

Sunday, January 11, 2026

পেকুয়ায় বিএনপি নেতার বসতঘরে তালা দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ

পেকুয়ায় বিএনপি নেতার বসতঘরে তালা দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ


পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বসতঘরে তালা লাগিয়ে তাকে ও তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

গত ৫ জানুয়ারি উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া হোছাইনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিলখালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিদুয়ানুল হক জানান , তার পিতা মৃত বদিউল আলম দীর্ঘ ১৬ বছর ধরে ওই বাড়িটিতে বসবাস করেন। পিতার মৃত্যুর পর রিদুয়ানুল হক বর্তমানে ৬ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চক্র ও মাঝের ঘোনা এলাকার মৃত করিমদাদ এর পুত্র ছরওয়ার উদ্দিন জোর পূর্বক হঠাৎ করে তার বসতঘরের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম ভোগান্তির শিকার হন। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে না পেরে তারা দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। 

তিনি আরও বলেন, ছরওয়ার উদ্দিন জমি 

ক্রয় করেছে ৪২৪৬ দাগ কিন্তু ৪২৪৪ দাগে এসে জোর করে আমার বসতঘরে তালা লাগিয়ে দখল নিতে উঠে পড়ে লেগেছে। কিন্তু জোর পূর্বক ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব আসহাব উদ্দিন ও যুগ্ন আহবায়ক এমইউপি আবুল কালাম মিলে একপক্ষীয় একটি রায় প্রদান করে তাকে। সেখানে আমাকে বাদী বানানো হয়েছে,অথচ আমি নিজেও জানি না।

এ বিষয়ে অভিযুক্ত ছরওয়ার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আমি তাকে ভাড়া দিয়েছি। কিন্তু সে এখন নিজের দাবী করতেছে। তাই আমি তালা লাগিয়েছি।

পেকুয়া উপজেলা বিএনপির এক নেতা বলেন,এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। একজন রাজনৈতিক নেতার বাড়িতে তালা দিয়ে অবরুদ্ধ করা চরম মানবাধিকার লঙ্ঘন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এঘটনায় ভুক্তভোগী রিদুয়ানুল হক বাদি হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, অভিযোগের বিষয়ে তারা অবগত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Saturday, January 10, 2026

পেকুয়ায় ফোরকান হাসপাতালে হামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পেকুয়ায় ফোরকান হাসপাতালে হামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক,পেকুয়া: 

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া ফোরকান হাসপাতালে অতর্কিত হামলা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১০ জানুয়ারী রাত সাড়ে নয়টায় পেকুয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফোরকান হাসপাতালের এমডি ফোরকান বলেন, মগনামার মগঘোনার বাসিন্দা ডা.নুরুল আনোয়ারের ছেলে রিদুওয়ানুল হক হাসপাতালে ভিতরে ঢুকে আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। 

হাসপাতালের নিচের তলায় ফার্মেসীতে বসে থাকা অবস্থায় রিদুয়ান অজ্ঞাত পরিচয়ে ৫/৬জন লোক সহ এসে অতর্কিত হামলা চালায় এসময় রিদুয়ান ফোরকানের গলায় মাপলার প্যাচিয়ে স্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। 

শনিবার বিকাল ৩.৪৫ মিনিটে রিদুওয়ানুল হকসহ ৪ জন এসে এ ঘটনা ঘটায়। 

হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মো: ফোরকান উদ্দিন আরো বলেন, হামলাকারী রিদুয়ান তার আপন জেঠাত ভাই। তার সাথে মাসিক লভ্যাংশ প্রদানের চুক্তিতে টাকা নিই। প্রায় দুবছর পর্যন্ত মাসিক লভ্যাংশ প্রদান করি। সাময়িক আর্থিক সংকটে পড়লে লভ্যাংশ না দিয়ে মূল টাকা পরিশোধের জন্য একটি সমঝোতা হলে কয়েকটি কিস্তি পরিশোধ করার পর কিছু কুচক্রী মহলের ইন্দনে ফোরকান হাসপাতালের সুনাম ক্ষুন্ন করতে সন্ত্রাসী হামলা করেছে। তার সাথে আমার লেনদেন ব্যক্তিগত কিন্তু কেন যৌথ মালিকানার প্রতিষ্ঠানে এসে হামলা করে অপপ্রচার করছে।

এব্যাপারে তিনি আইনী প্রদক্ষেপ নিবেন বলে জানান। 

পেকুয়ায় ফোরকান হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা নুরুল কাদের বলেন রিদুয়ান পারিবারিক পর্যায়ের লেনদেনের বিষয়ে সন্ত্রাসী ও চাদাবাজদের একটি কুচক্রী মহলের ইন্দনে হাসপাতালের  অতর্কিত হামলাকরে  অপপ্রচারে লিপ্ত হয়েছে। ফোরকান হাসপাতাল একটি যৌথ মালিকানার একটি প্রতিষ্ঠান এখানে কেন হামলা কেন অপপ্রচার প্রশাসন ও এলাকাবাসীর কাছে তদন্ত করে দেখার আহবান জানাচ্ছি।

Wednesday, January 7, 2026

পেকুয়ায় চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রবাসীর বাড়িতে হামলা

পেকুয়ায় চুরি হওয়া মোবাইল উদ্ধার, প্রবাসীর বাড়িতে হামলা


পেকুয়া প্রতিনিধি। 

কক্সবাজারের পেকুয়ায় চুরি হওয়ার প্রায় পঁচিশ দিন পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নেতৃত্বে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায়। এ ঘটনায় পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর গভীর রাতে পশ্চিম পাড়ায় সৌদি প্রবাসী রেজাউল করিমের বাড়িতে চুরি সংঘটিত হয়। এসময় তিনটি মোবাইল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।


রেজাউল করিমের স্ত্রী পারভিন আক্তার বলেন, ৫ ডিসেম্বর গভীররাতে বাড়িতে চোর ঢুকে তিনটি মোবাইল ও গরু বিক্রির নগদ এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে তিনি গত ১৬ ডিসেম্বর পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (৬৬৯/২৫) করেন। পেকুয়া থানা পুলিশ ৩১ ডিসেম্বর চুরি যাওয়া একটি মোবাইল প্রতিবেশী জিয়াউর রহমান নামে এক সিএনজি ড্রাইভারের কাছ থেকে উদ্ধার করেন। তিনি একই এলাকার আফজালুর রহমানের পুত্র।


ভুক্তভোগী পারভীন অভিযোগ করে বলেন, তিনটি মোবাইলের মধ্যে একটি মাত্র মোবাইল উদ্ধার করতে পেরেছি। এখনও টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করে আরও বলেন, যার কাছ থেকে পুলিশ মোবাইল উদ্ধার করেছে তিনি ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন স্বজন নিয়ে (৬ জানুয়ারি) মঙ্গলবার সন্ধায় আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা ইট,পাটকেল ছোঁড়ে ঘেরাবেড়া নষ্ট করে ফেলে। এদিকে সৌদি প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় পেকুয়া থানা পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। 


পেকুয়া থানার উপপরিদর্শক (এএস আই) ফরিদ মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। দুপক্ষকে নিয়ে থানায় বসেছি। দু'পক্ষের মাঝে উত্তেজনা দেখে কাঁদা ছোড়াছুড়ি করতে নিষেধ করা হয়েছে।

Tuesday, January 6, 2026

পেকুয়ায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিএনপিতে যোগদান

পেকুয়ায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিএনপিতে যোগদান


পেকুয়া প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম বিএনপিতে যোগদান করেছেন। 

৫ জানুয়ারী (সোমবার) সাজ্জাদুল ইসলামের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি আবু তাহেরের সুপারিশ ও পশ্চিম জোন বিএনপির সভাপতি এম শাহনেওয়াজ আজাদ ও সদস্য সচিব আবদুল মোনাফের অনুমোদনে সাজ্জাদের যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

এই বিষয়ে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ সাজ্জাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

সাজ্জাদুল ইসলাম পেকুয়া সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনার মরহুম মাষ্টার নুরুল ইসলামের ছেলে। তিনি জাতীয় পার্টির পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সাজ্জাদ বলেন, জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ও এতদাঞ্চলের রাজনীতি ও উন্নয়নের প্রবাদ পূরুষ সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপিতে যোগদান করেছি।

Monday, January 5, 2026

টুর্ণামেন্ট সফল করতে মাঠ পরিদর্শন করলেন পরিচালনা কমিটি

টুর্ণামেন্ট সফল করতে মাঠ পরিদর্শন করলেন পরিচালনা কমিটি


 ​নিজস্ব প্রতিবেদক, - পেকুয়ার আলো।

​আসন্ন মগনামা এলিট একাডেমি ফুটবল টুর্ণামেন্ট"২৬ এর চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আজ সকালে খেলার মাঠটি সশরীরে পরিদর্শন করেছেন পরিচালনা কমিটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

​মগনামার প্রাণ কেন্দ্রে অবস্হিত মগনামা উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন মগনামা এলিট ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল করিম সোহেল,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন,সাধারন সম্পাদক ইনান আব্বাছী,সাধারন সম্পাদক-২ মোহাম্মদ হাসান,অর্থ  সম্পাদক ফয়জুল করিম মিয়া,সকল সদস্য এবং মগনামা এলিট ফুটবল একাডেমির সদস্যবৃন্দ।

​পরিদর্শনের মূল বিষয়বস্তু:

​পরিদর্শনকালে কর্মকর্তারা মাঠের ঘাস, গোলপোস্টের অবস্থা এবং মাঠের সীমানা প্রাচীর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মাঠের পাশাপাশি দর্শকদের বসার স্হান, খেলোয়াড়দের ড্রেসিংরুম এবং স্টেইজ,গেইট এবং খেলোয়াড়দের বসার স্হান,জরুরি প্রাথমিক চিকিৎসা বুথের জন্য নির্ধারিত স্থানগুলোও খতিয়ে দেখা হয়।

​কর্মকর্তাদের বক্তব্য:

​মাঠ পরিদর্শন শেষে এলিট ফুটবল একাডেমির পরিচালক বলেন:

আমরা চাই একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট উপহার দিতে। মাঠের বর্তমান অবস্থা সন্তোষজনক। তবে মাঠের কিছু নিচু জায়গায় মাটি ভরাট এবং গোলবারের রঙের কাজ আগামীকালের  মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, ফুটবলপ্রেমীরা একটি সুন্দর পরিবেশে খেলা উপভোগ করতে পারবেন।"

​টুর্নামেন্ট সম্পর্কে তথ্য:

​উল্লেখ্য যে, আগামী ০৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে এলিট ফুটবল একাডেমির সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।

​মাঠের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ফুটবল প্রেমীরাও। তারা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় নতুন ফুটবল প্রতিভার বিকাশ ঘটবে।

Saturday, January 3, 2026

মগনামা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন

মগনামা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন



খোরশেদুল ইসলাম-পেকুয়ার আলো

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মগনামা এলিট একাডেমি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

​গতকাল রাতে মহরী পাড়া মগনামা এলিট ফুটবল একাডেমির কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মহিউদ্দিন

​নবগঠিত কমিটিতে মোহাম্মদ সাজ্জাদ হোসেন-কে সভাপতি এবং ইনান আব্বাছী-কে সাধারণ সম্পাদক,মোঃ হাসান সদস্য সচিব এবং ফয়জুল করিম মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগন হলেন:বাহাদুর,তামভীর,মোজাহিদ,রিফাত এবং লেদু।এছাড়া এলিট ফুটবল একাডেমির পরিচালকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

​নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, "এলাকার তরুণ সমাজকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আশা করি সকলের সহযোগিতায় এটি একটি স্মরণীয় টুর্নামেন্ট হবে।"

​সাধারণ সম্পাদক ইনান আব্বাছী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ফিক্সচার,মাঠ সংস্কার এবং দল নিবন্ধনের কার্যক্রম শেষ করবো। সভায় এলাকার বিভিন্ন গনমান্য,জন প্রতিনিধি ও স্থানীয় উৎসাহী ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।