Tuesday, March 11, 2025

চকরিয়া বদরকালি ৯ টি দোকান পুড়ে ১৩ কোটি টাকা ক্ষতি।

 

চকরিয়ার বদরখালী বাজারে (১৩ কোটি টাকার) ৯ টি দোকান আগুনে পুড়ে ছাই।


এশিয়ার দ্বিতীয় বৃহৎ সমবায় সমিতির আওতাধীন ইউনিয়ন, কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের ইউনিয়ন ব্যাংক এর পূর্ব দিকে , মাছ বাজারের গলির দক্ষিণ লাইনে আগুন লেগে তানিয়া ষ্টোরসহ ৯ টি দোকান আগুনে পুড়ে ছাই।

সোমবার (১০ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে হারুন নামের এক যুবক জানান, সেহরির শেষে নামাজ পড়ার জন্য মসজিদে যায়। মসজিদ থেকে বাহির হয়ে হাটতে গিলে দেখি, আকাশের দিকে আগুনের ধোঁয়া। দেখে আমি ঘটনাস্থলে যায়,গিয়ে দেখি দরজা বন্ধ করা একটি দোকানের ভিতর আগুন। এরপর ফায়ার সার্ভিস আস্তে আস্তে ৯ টা দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দীর্ঘ ১ ঘন্টা ৪০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়।

আগুন নিয়ন্ত্রণে আনার পর জানা গেল, মৌলভী আলী, আহমদ সওদাগর, আবু তাহের গং এর তিনটি,  আকতার মাস্টার ও গিয়াস উদ্দিন এর দোকান সহ ৯ টি দোকানে আগুন লাগে। ক্ষয়ক্ষতি ১৩ কোটি টাকা হবে বলে অনেকে ধারণা করছেন।


শেয়ার করুন