কক্সবাজারের চকরিয়ায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। তারই ধারাবাহিকতায় উপজেলার বিএমচরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিট পুলিশিং সভা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকাল ৩টায় চকরিয়া থানার উদ্যোগে বিএমচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার নবাগত ওসি শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে সাথে সাথে থানায় সংবাদ দিতে।চকরিয়া থানা পুলিশ সর্বদা মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত।
এসময় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিক,বিট কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস,
ইউনিয়ন পরিষদের মেম্বার,রাজনৈতিক ব্যক্তি সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপূর্বে চিরিঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।থানা সূত্রে জানাগেছে
চকরিয়ার ১৮টি ইউনিয়ন একটি পৌরসভায় পর্যায়ক্রমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হবে।