Saturday, March 22, 2025

কক্সবাজার পেকুয়া ঘরে ডুকে এক যুবককে ছুরিকাঘাত. আটক-২

 

কক্সবাজারের পেকুয়ায় জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে ঘটনার সঙ্গে জড়িত দু’সহোদরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শুক্রবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী বটতলীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম (২৫)। তিনি ওই এলাকার আবুল কাসেমের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শারীরিক অবস্থা অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে।

আটক ব্যক্তিরা হলেন, একই ইউপির মিঠাবেপারী পাড়ার মহি উদ্দিনের পুত্র রুহুল আমিন ও শহিদুল ইসলাম। স্থানীয় লোকজন বলেন, দেড় হাজার টাকা জুয়ার টাকার লেনদেন নিয়ে রুহুল আমিন ও তৌহিদুল ইসলাম এর মধ্যে বিরোধ দেখা দেয়। রুহুল আমিন জুয়ার ওয়ান এক্স বিইট এর এজেন্ট। কিছু দিন পুর্বে মোবাইলে জুয়া খেলার জন্য দেড় হাজার টাকা ধার নেয় তৌহিদুল ইসলাম।

বকেয়া টাকা পরিশোধ না করায় ঘটনার দিন সকালে রুহুল আমিন, তাঁর ভই শহিদুল ইসলাম ও তাদের পিতা মহিউদ্দিন সহ ৫-৬ জন লোক তৌহিদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রায় এক কিলোমিটার দুরে ভিন্ন গ্রাম থেকে এসে সন্ত্রাসী হামলা চালিয়েছে। আহতের বড় বোনের জামাই আবু তাহের বলেন, তৌহিদ স্ত্রী ও মাকে নিয়ে বাড়িতে গল্পগুজব করছিল। জুয়ার বিইটের টাকা দাবি করে ঘরে ঢুকে রুহুল আমিন ও শহিদুল ইসলাম এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তৌদিহকে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। ছুরার আঘাতে পেটের নাড়িভুড়ি বের হয়ে গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা পেকুয়ার আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন