ঢাকায় হওয়া চার দিন এবং সৌদি আরবের দুই দিনের প্রস্তুতি কেমন হল তা যাচাই করতে আজ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ম্যাচ মাঠে গড়ায়নি।
আজ হঠাৎ করেই সুদান কোচ জেমস আপিয়া জানান, ম্যাচ খেলতে পারবেন না তারা। না খেলার কারণ বাফুফেকে না জানালেও সুদানের সংবাদ মাধ্যম ফুট আফ্রিকা জানিয়েছে, ফেডারেশন থেকে কয়েক মাসের বেতন না পাওয়ায় অনুশীলন বয়কট করেছেন আপিয়া।
এ মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচের জন্য সুদানও সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করছে। আফ্রিকার দেশটি সৌদিতে থাকায় বাংলাদেশ চেয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলতে নিজেদের পরখ করে নিতে। কিন্তু সেই সুযোগ হলো না।
আজ সৌদি থেকে ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘গতকাল (শুক্রবার) রাতেও তারা বলেছে ৮ তারিখে (শনিবার) ম্যাচ খেলব, কিন্তু সকালবেলা তারা বলেছে আজকে খেলতে পারবে না ম্যাচটা।
তারা পরবর্তীতে খেলবে।
সুদান ফেডারেশনের সঙ্গে আপিয়ার আর্থিক সমঝোতা হয়ে গেলে দু-এক দিনের মধ্যে এই ম্যাচটি হতে পারে। হাভিয়ের কাবরেরা অবশ্য শিষ্যদের নিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। মাঠের অনুশীলনের সঙ্গে ভিডিও সেশনে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়েও কাজ করছেন তিনি।