কক্সবাজার চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নাজমুল হাসান নামের এক কনস্টেবল নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন পুলিশের আরও ৪ সদস্য।
শুক্রবার (১৪মার্চ)রাত আড়াইটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি ফাঁড়ি থেকে ডিউটির উদ্দেশ্যে রওয়ানা হন। গাড়িতে তার মোট পুলিশের ৫সদস্য ছিলেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা একজন কনস্টেবল নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান।
তিনি জানান, ডিউটি চলাকালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এসময় একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪জন।তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।