Thursday, March 13, 2025

চকরিয়ার ৩০৬নং ফাইতং ইউনিয়নের ফাইতং মৌজার কুইজ্জ্যাখোলা নামক এলাকায় ১০০ একর পরিমাণের বাগানে আগুন ধরিয়ে দিয়ে

 

চকরিয়ার ৩০৬নং ফাইতং ইউনিয়নের ফাইতং মৌজার কুইজ্জ্যাখোলা নামক এলাকায় ১১ মার্চ সকাল ৯টায় প্রায় ১০০ একর পরিমাণের বাগানে আগুন ধরিয়ে দিয়ে সেগুন,ম্যালেরিয়া, বেলজিয়ামসহ  বাগানের বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লক্ষাধিক গাছ নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তের দল। বর্তমানে বাগানের গাছের বয়স ২/৩বছর হয়েছে। প্রতি গাছের মূল্য ৫০ টাকা করে ধরলেও ২৫ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। 

বাগানের মালিক মৃত মোঃ কালা মিয়ার পুত্র মাওলানা নাজেম উদ্দিন, তাহার ছাবেকুন্নাহার, অন্য প্লটের মালিক মনসুর আলম, রফিক প্রকাশ লেং রফিক, ইয়াসিন, হোসাইন আহমদ কে বা কাহারা কি জন্য তাদের বাগানে আগুন দিয়েছেন এখনো সূত্র উদ্ঘাটন হয়নি। বাগানে আগুন দেয়ার বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারলে, তথ্য দাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার করা হবে।


শেয়ার করুন