প্রশ্ন: রমজান মাসে মসজিদ ফান্ডের টাকা দিয়ে এলাকার মুসল্লি কিংবা মুসাফিরদেরকে ইফতার করানো শরীয়তের দৃষ্টিতে বৈধ কিনা?
উত্তর: মসজিদ ফান্ডের টাকা মসজিদের খরচের বাইরে অন্য খাতে ব্যয় করা যাবে না। বরং ইফতার করানোর জন্য পৃথক ফান্ড গঠন করতে হবে। কেননা, এক খাতের দান অন্য খাতে খরচ করা নিষেধ। (ফাতহুল কাদীর ৬।২৬৮)
হাদিস শরিফে এসেছে, উমর (রা.) একটি খেজুর বাগান ওয়াকফ করতে চাইলে রাসূলুল্লাহ (সা.) তাকে বলেছিলেন, তুমি মূল সম্পত্তিটি এভাবে দান কর যে, তা বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং এতে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে না।
এর থেকে উৎপন্ন ফলফলাদি (নির্ধারিত খাতে) ব্যয় হবে। এরপর উমর (রা.) তা সেভাবে দান করেছিলেন। (সহিহ বুখারি ২৭২৪)
মসজিদের সাধারণ ফান্ডের টাকা মসজিদ নির্মাণ, সম্প্রসারণ ও উন্নয়ন, নামাজি ও ইতেকাফকারীদের সুযোগ-সুবিধার পর্যাপ্ত ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা ও আবাসনের ব্যবস্থা, মসজিদে মুসল্লিদের দীনি ইলম চর্চার জন্য পাঠাগার, দীন শেখার ব্যবস্থাপনা, শিশুদের শিক্ষাদানের ব্যবস্থাপনাসহ মসজিদের সব কাজে ব্যয় করা যাবে।
এ সব কাজ করার পরও যদি কোনো মসজিদের অর্থ উদ্বৃত্ত থাকে, তা ভবিষ্যতে মসজিদের সম্ভাব্য নির্মাণ-সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।