Friday, March 7, 2025

সেমিফাইনালের আশা টিকে রইলো বাংলাদেশের

 

গতকাল ইরানের রাজধানী তেহরানের পারদিসে শুরু হওয়া ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে টানা ৪ বারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের কাছে হেরে অভিযান শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশকে ২৩-৬৪ পয়েন্টে হারিয়েছে ভারত। ২০২২ হাংঝু এশিয়ান গেমস নারী কাবাডিতে স্বর্ণ জিতেছে ভারত। এবারের টুর্নামেন্টেও ফেভারিট তারা। 

ভারতের কাছে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে ৫২-১২ পয়েন্টে জিতে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে  শ্রাবনী, বৃষ্টি, রুপালিরা। গতকাল মালয়েশিয়া তাদের প্রথম খেলায় থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরান। ঽবিঽ গ্রুপে ইরান ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে। ২০১৭ সালে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আজ থাইল্যান্ডের বিপক্ষে। 

এবারের আসর দুই গ্রুপে ৭টি দেশ খেলছে। ঽএঽ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হচ্ছে ভারত, থাইল্যান্ড এবং মালয়েশিয়া। ঽবিঽ গ্রুপে রয়েছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। আজ দুটি সেমিফাইনাল ও আগামীকাল ফাইনাল অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন