Saturday, March 8, 2025

মারামারিতে একজন নিহতের গুজবে গোটা এলাকা রণক্ষেত্র

তুচ্ছ ঘটনা ও একটি হত্যার গুজবকে কেন্দ্র করে লালমনিরহাটের জেলরোডের.ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের মারামারিতে চার জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়। আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে হাসাহাসিকে কেন্দ্র করে স্থানীয় আব্দুস ছালামের ছেলে রোহান ও শফিকুলের ছেলে সজিবের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি হয়।সন্ধ্যায় হাসপাতাল থেকে ছালামের ছেলে জিসান, রোহান চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। আবারও দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়।রাত ৯টার পর এই মারামারিতে একজন নিহত হয়েছে এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী শফিকুলের বাড়িসহ দুটি বাড়ি ভাঙচুর করে। একসময় পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখান থেকে জিয়া, শাহিন, সজিব, সবুজকে আটক করে।

আহত রোহানের মা বিলকিছ বেগম বলেন, আমার ছেলে ও স্বামীকে একা পেয়ে শফিকুলের ছেলেরা মারধর করেছে। দুই বছর আগে থেকে তাদের সঙ্গে আমাদের মামলা চলছে।

সদর থানা ওসি নুরুন্নবি বলেন, হাসাহাসির মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ঘটনাটি গুজব। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা চার জনকে আটক করেছি।

 


শেয়ার করুন