পিএসজির বিপক্ষে গতকাল রাতে ৮৬ মিনিট ধরে যেভাবে খেলেছেন, সালাহ হয়তো তা দ্রুতই ভুলে যেতে চাইবেন। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় সালাহ। কিন্তু সেই সালাহকে প্যারিসে সেরার আশপাশেও দেখা যায়নি। মাঠজুড়ে সালাহর ১১ নম্বর জার্সি পরে যেন দৌড়ে বেড়িয়েছে তাঁর অপরিচিত কোনো ছায়া।
গতকাল রাতটি শুধু সালাহর জন্যই নয়, পুরো লিভারপুল দলের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। পিএসজির আক্রমণের চাপে পিষ্ট হতে থাকা ‘অল রেডঽরা যেন অপেক্ষায় ছিল শেষ বাঁশি বাজার।
পরিস্থিতি এমন যে ড্রও মনে হচ্ছিল জয়ের চেয়ে বড় কিছু। কিন্তু পাশার দান বদলে দেন হার্ভে এলিয়ট। সালাহর বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে গোল করে পার্থক্য গড়ে দেন ম্যাচে। অপ্রত্যাশিত ও স্রোতের বিপরীতে পাওয়া এক গোল। যে গোলে লিভারপুলও পেয়ে যায় ১–০ ব্যবধানের জয়।
এই গোলের পর সালাহর বদলি হয়ে নেমে যাওয়াকে কেউ চাইলে ‘সৌভাগ্যঽ হিসেবেও দেখতে পারে। এটা শুধু তাঁর বদলি নেমে এলিয়টের গোল করার জন্য নয়, বরং যেভাবে ম্যাচজুড়ে সালাহ খেলেছেন, সে জন্যও। ম্যাচে অন্তত দশটা বিভাগে শূন্য পেয়েছেন সালাহ। ম্যাচে গোল, অ্যাসিস্ট, শট, লক্ষ্যে শট, সুযোগ তৈরি, গুরুত্বপূর্ণ পাস, সফল ড্রিবল, নিখুঁত ক্রস, দ্বৈরথে জয় এবং ফাউল আদায়ের কোনোটিতেই সালাহ কোনো ভূমিকা রাখতে পারেননি।
সাধারণত, কোনো ফরোয়ার্ড গোল, গোলে সহায়তা বা সুযোগ তৈরি করতে না পারলেও অন্তত একটি ভালো ক্রস, একটি সফল ড্রিবল বা একবার দ্বৈরথে জয়ের মতো কিছু না কিছু করেননি। কিন্তু সালাহ প্রায় পুরো সময় মাঠে থাকলেও যেন অদৃশ্য ছিলেন।