Tuesday, March 18, 2025

কক্সবাজার চকরিয়া সাংবাদিকদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে


 চকরিয়া কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে দক্ষতা অর্জন ও মানোন্নয়নে আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিকএইচ এম রুহুল কাদেরের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৭ই মার্চ বিকাল ৪টায়(ধানসিঁড়িটি রেস্তোরাঁর হল রুমে) চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জহিরুল আলম সাগরের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সাবেক সম্পাদক এ.কে.এম.বেলাল উদ্দিন, প্রবীণ সদস্য শাহ মোহাম্মদ জাহেদ,  সাংবাদিক ফরিদ বাবুল।
উপস্থিত ছিলেন- বশির আল মামুন, জহিরুল ইসলাম জহুর, শাহজালাল শাহেদ,  সাঈদী আকবর ফয়সাল, জুনাইদ উদ্দিন, এইচ এম রুহুল কাদের, আবুল হোছাইন, শাহরিয়ার মাহমুদ, ওয়াহিদুল ইসলাম রাহী, তৌহিদ সিকদার, কফিল উদ্দিন, রিদুয়ানুল হক,
নুরুল ইসলাম সুমন, এরফান উদ্দিন, আরাফাত সানীসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা আজ পদে পদে নির্যাতিত ও অবহেলার শিকার হচ্ছেন। দেয়া হচ্ছে মিথ্যা মামলা ও হয়রাণী শিকার হচ্ছে। বিশেষ করে মফস্বলের সাংবাদিকরা এসব ষড়যন্ত্রের রোষানলে পড়ছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই চকরিয়া প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করে সাংবাদিকদের অধিকার আদায় ও স্থায়ী ক্লাব নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন। এদিন সাংবাদিকতায় চ্যালেঞ্জ, দক্ষতা অর্জন বিষয়ে বিষয় ভিত্তিক প্রবন্ধন উপস্থাপন করেন।

শেয়ার করুন