চকরিয়া প্রতিনিধি-পেকুয়ার আলো
চকরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুনরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এলাকাভিত্তিক সকল ধরনের অপরাধপ্রবণতা প্রতিরোধে জনগণের অংশগ্রহন নিশ্চিতকল্পে চকরিয়া থানার নবাগত ওসি পুনরায় উপজেলার বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রম চালৃর উদোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল রোববার (১৬মার্চ) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মাঝঘাট স্টেশনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়েছে।
চকরিয়া থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত বিট পুলিশিং সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপন্থিত সর্বস্থরের জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া থানার ওসি (তদন্ত) মো: ইয়াছিন মিয়া। অনুষ্টানে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার, রাজনৈতিক ব্যক্তি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সমাবেশে চকরিয়া থানার ওসি মো.শফিকুল ইসলাম এলাকাভিত্তিক মাদক কারবার, চুরি, ছিনতাই, ডাকাতি, দখল বেদখল, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রবণতা ঠেকাতে পুলিশকে সাপোর্ট দিতে এলাকাবাসির সহযোগিতা প্রত্যশা করেন।
পাশাপাশি তিনি এলাকায় যেকোনো ধরনের অপরাধ যাতে সংগঠিত হতে না পারে সেজন্য পুলিশের তরফ থেকে তাৎক্ষণিক অভিযান পরিচালনাসহ সর্বাত্বক আইনী সেবা নিশ্চিত করা হবে বলে জনসাধারণকে আশ্বাস দিয়েছেন।