Sunday, March 23, 2025

বিলাশ বহুল গাড়িতে ৫ কোটি টাকার ইয়াবা,

 

বিলাশবহুল গাড়িতে পাঁচ কোটি টাকার ইয়াবা, মূলহোতা চাকরিচ্যুত পুলিশের কনস্টেবল সাজ্জাদ 


নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজার ইয়াবার চালান জব্দ করেছে রামু থানা পুলিশ । এসময় ব্যক্তিগত বিলাশবহুল একটি গাড়ির ভেতরে থেকে বিশেষ কায়দায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নেজাম উদ্দিন নামে এক জনকে। 


শনিবার  (২৩ মার্চ) রাতে রামু থেকে মাদক উদ্ধার  কারবারিকে গ্রেপ্তার করা হয়। 


আটক নেজাম উদ্দিন টেকনাফ হোয়াইক্যং কুতুবদিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আটক নেজাম উদ্দিনের সাথে কথা বলে জানা গেছে এই ইয়াবার চালান একই এলাকার ইয়াবা নিয়ে আটক হয়ে  চাকরিচ্যুত পুলিশের কনস্টেবল মোহাম্মদ সাজ্জাদ  নাম। 

বিষয়টি নিশ্চিত করেন, রামু থানার ওসি ইমন কান্তি দাস। 

তিনি জানান তিনি জানান, দীর্ঘদিন যাবত পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করতেন তারা। টেকনাফ থেকে চালান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। 

তিনি জানান, গাড়ির পাদানির নিচে চাকার পাশে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। 

অনুসন্ধানে জানা যায়, উদ্ধার হাওয়া ইয়াবা  মূলহোতা পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল  সাজ্জাদ এর নাম।চাকরিচ্যুত কনস্টেবল  দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।


শেয়ার করুন