Sunday, March 9, 2025

লিটন হতে পারেন টি-টোয়েন্টি অধিনায়ক!

 

ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। চ্যাম্পিয়নস ট্রফিতে দলে জায়গা হয়নি তার। ওয়ানডে ফরম্যাটে দল থেকে বাদ পড়া এই ক্রিকেটারকে নিয়ে অবশ্য চলছে সুখকর আলাপ। সবকিছু ঠিক থাকলে লিটনকে চিন্তা করা হচ্ছে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গতকাল তেমনই ইঙ্গিত দিয়েছেন। সবশেষ নাজমুল হোসেন শান্তঽর ইনজুরির কারণে লিটনই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনে গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে ছিল বিশাল আয়োজন। এক যুগ পর এবার এই টুর্নামেন্ট হচ্ছে ৬০ দল নিয়ে। এর উদ্বোধনে হাজির হন শান্ত। তিনি প্রতিটি দলের অধিনায়ককে ‘সততাঽর শপথবাক্যও পাঠ করান। তবে টাইগার অধিনায়ককে আর টি-টোয়েন্টিতে  নেতৃত্ব দিতে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই। তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি কে হতে যাচ্ছেন নয়া অধিনায়ক তারই ইঙ্গিত দিয়েছেন। ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু-কজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করবো অধিনায়ক হিসেবে বেছে নিতে।ঽ শান্তর অনুপস্থিতিতে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর লিটন বলেছিলেন, বোর্ড দায়িত্ব দিলে পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্ব করতে রাজি তিনি। গত দুই বছরে শান্ত ছাড়া শুধুমাত্র লিটনই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩, সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কত্ব নেন নাজমুল। এরপর কেবল লিটনই অধিনায়কত্ব করেছেন এই ফরম্যাটে। বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লাই ভারি মনে হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।ঽ  সেই সঙ্গে নাজমুল হোসেন শান্তর জায়গায় টি-টোয়েন্টিতে কাকে অধিনায়কত্ব দেওয়া হবে, ইঙ্গিত দিয়ে রাখলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে শান্তর নেতৃত্ব নিয়ে শুরু হয় নানা আলোচনা। বিভিন্ন সূত্রের বরাতে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার ইচ্ছা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই সিরিজ ও পরে আফগানিস্তানের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেন শান্ত। গতকাল বিসিবি সভাপতি জানালেন, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হতে পারেন পুরোনো কেউই। সামনের দুই মাসেও টি-টোয়েন্টি নেই বাংলাদেশের। পাকিস্তান সুপার লীগ (পিএসএল) শেষে মে মাসের শেষ দিকে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা তাদের। সেখানেই দেখা যাবে নয়া অধিনায়ককে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়ক রাখা হবে কি না, সেটি বলবে সময়। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তনটা নিশ্চিত। অন্যদিকে অবসরে যাওয়া মুশফিককে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশংসায় ভাসিয়েছেন ফারুক আহমেদ। তাকে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পথে ‘নাবিকঽ বলেছেন বিসিবি সভাপতি। মুশফিককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন তিনি। ফারুক আহমেদ বলেন, ‘(মুশফিককে সংবর্ধনা) এটা আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর আমাদের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে। আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।


শেয়ার করুন