Saturday, March 8, 2025

ভোরে চুলায় আগুন দিচ্ছিলেন নারী, বন্য হাতির আক্রমণে গেল প্রাণ


 কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে বাড়ির কাছে তামাক শোধনের জন্য চুল্লিতে আগুন দিচ্ছিলেন এক নারী। এমন সময় একটি বন্য হাতি এসে ওই নারীকে শুঁড়ে তুলে আছড়িয়ে ও পায়ের তলায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী।

আজ শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাত আরা বেগম (৪০)। তিনি উত্তর সুরাজপুর এলাকার ফজল করিমের স্ত্রী। 

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, গভীর রাতে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাতে যায় ওই নারী। এ সময় হঠাৎ একটি বন্য হাতি এসে তাকে শুঁড় দিয়ে আছড়িয়ে ও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।


 


শেয়ার করুন