Wednesday, March 19, 2025

পেকুয়ার মগনামায় শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পুলিশ হেফাজতে--



পেকুয়ার মগনামা ঘাটে ৬বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মকসুদ আলম (৪৭) পিতা: মৃত গুরা মিয়া সাং-ফতেহ আলীমার পাড়া,মগনামা লঞ্চঘাট এলাকায়, এই মকসুদ ব্যক্তি এক প্রতিবন্ধীর তার বিরুদ্ধে অভিযোগ। 

 তিনি এর আগে ৫০০টাকা দিয়ে আরেক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তিন বছর আগে তাঁর স্ত্রী মারা গেছেন। অভিযোগ উঠা ব্যক্তিকে পেকুয়া থানার এসআই রুহুল আমিন আটক করে থানায় নিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, একটি সমিতির কার্যালয়ে আজ সকালে ধর্ষণের ঘটনাটি ঘটে। মানুষ যখন কার্যালয়টি ঘেরাও করে তখন ওই ব্যক্তি নগ্ন ছিলেন এবং শিশুটিকে শোকেসে ঢুকিয়ে রাখেন।


শেয়ার করুন