Wednesday, March 5, 2025

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

 

সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।

এই ল্যাপটপটির নাম ‘ইয়োগা সোলার পিসি’, যা ল্যাপটপের লিড বা ঢাকনার ওপর সোলার প্যানেল বসিয়ে তৈরি করা হয়েছে। এটি যেকোনো আলোক উৎস থেকে শক্তি শোষণ করে নিজের ব্যাটারি চার্জ করতে পারে। তবে বাইরে সূর্যের আলোয় কাজ করার সময় এটি সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করবে।

তবে এই ইয়োগা সোলার পিসিকে বাজারে আনার কোনো পরিকল্পনা এখনো ঘোষণা করেনি লেনোভো। তবে আগামী জুনে ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যে বাজারে আসবে লেনেভোর থিংকবুক প্লাস জেন ৬। গত বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কনসেপ্ট ল্যাপটপ হিসেবে এটি উন্মোচন হয়।

ইয়োগা সোলার পিসির সূর্য রশ্মি শোষণকারী প্যানেলটি ৮৪টি সৌর কোষের সমন্বয়ে তৈরি। প্যানেলের পেছনে সব মাউন্টিং ব্র্যাকেট এবং বৈদ্যুতিক কন্টাক্টগুলো অবস্থিত, যা শক্তি সংগ্রহ এবং স্থানান্তর করতে সাহায্য করে। প্যানেলের সামনের দিকটি বেশি আলো শোষণ করতে সক্ষম, যার ফলে লেনোভো ২৪ শতাংশেরও বেশি কনভারশন রেট (শোষিত সূর্যালোককে ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তর করার হার) অর্জন করতে পারে।



শেয়ার করুন