Friday, March 14, 2025

মাগুরার শিশুর শোক শেষ না হতেই সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধ’র্ষ’ণে’র শিকার...

 

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত  রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার (১৩ মে) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে জড়িত স্কুলছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন