Wednesday, March 12, 2025

চট্টগ্রামে হামলার শিকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা




চট্টগ্রামে নিজ কার্যালয়ে হামলার শিকার হয়েছেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকা (৪২)।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২টার দিকে রাউজান উপজেলা প্রশাসনিক ভবনের নিচ তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় অভিযুক্ত হলেন বিএনপির নেতা পরিচয়দানকারী শহিদুল ইসলাম ওরফে কালা শহীদ (৪০)। তিনি রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির মৃত মাদুল ড্রাইভারের ছেলে।

হামলার শিকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমি রাউজানে যোগদান করার পর থেকে শহীদুল নামে একব্যক্তি প্রতিদিন অফিসে প্রবেশ করে নানাভাবে বিরক্ত করত। 

আয়েশা সিদ্দিকা অভিযোগ করে বলেন, ওই ব্যক্তি (শহীদুল) কাজ চাইতেন। কখনও কম্বল চাইতেন। তিনি  কোনো জনপ্রতিনিধি নন। আবার লাইসেন্সধারী ঠিকাদারও নন। এ কারণে তাকে প্রত্যাখ্যান করা হতো। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নানাভাবে হুমকি দেন। নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, তিনি রাজনীতি করেন, তার কাছে অস্ত্র আছে। 

আয়েশা সিদ্দীকার ভাষ্য, তিনি বিষয়টি বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে (বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) জানালে তিনি স্পষ্ট বলে দেন, তাকে (শহীদুল) পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। সোমবার তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে কোনোভাবে রক্ষা করেন। এরপর শহীদুল অফিসের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শহীদুল ইসলামের বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো পদপদবি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ দৈনিক ইত্তেফাককে বলেন, এই ব্যাপারে অফিসিয়ালিভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওসিসহ আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি। হামলার আলামত, ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনাস্থলে বিএনপির নেতারাও এসেছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার শিকার পিআইও অভিযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। 


শেয়ার করুন