Thursday, March 6, 2025

কুতুব‌দিয়ায় গাঁজাসহ যুবক‌ আটক

 

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় গাঁজাসহ শিহাবুল ক‌রিম (২০) নামে এক যুবক‌ কে আটক করেছে পু‌লিশ।

মঙ্গলবার রাত ১২ টার দি‌কে আলী আকবর ডেইল স‌ন্দিপী পাড়া সড়ক‌ থে‌কে ডে‌ভিল হা‌ন্টের অপা‌রেশন চলাকালীন সময় তা‌কে আটক করা হয়। সে একই এলাকার লিয়াকত আলীর ছে‌লে।


কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো: আরমান হো‌সেন জানান, গত মঙ্গলবার রাত ১২টার‌ দি‌কে স‌ন্দিপী পাড়ায় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ‌শিহাবুল ক‌রিম (২০)কে ৫০ গ্রাম গাঁজাসহ বা‌ড়ির সাম‌নের সড়ক থে‌কে আটক করা হয়। এদিকে, মাদক আই‌নে মামলার পর আদাল‌তে প্রেরণ করা হয় বলে জানান এ কর্মকর্তা।



শেয়ার করুন