Friday, March 7, 2025

রাজাখালীর সাধারণ জনগণ মেম্বার সাইফুল্লাহর নির্যাতন থেকে বাঁচতে চাই।



কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন শহিদ সাইফুল্লাহ বিরুদ্ধে মসজিদের যায়গা জবরদখল এর অভিযোগ উঠেছে, গতকাল ও আজ শুক্রবার রাজাখালী নতুনঘোনা ঘোদারপাড় জনসাধারণ মেম্বার সাইফুল্লাহ এর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে । 



গতকাল বৃহস্প্রতিবার রাজাখালী ইউপির সাইফুল্ মেম্বারের নেতৃত্বে নতুন ঘোনা বাইতুল মামুন মসজিদের যায়গা দখলের অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসী। 

তারা দাবি করেন, সাইফুল মেম্বার দীর্ঘদিন ধরে আমাদের মসজিদের জায়গা দখলের পাঁয়তারা করে যাচ্ছেন। তিনি মেম্বারের ক্ষমতা দেখিয়ে শত শত নিরীহ অসহায় মানুষকে মামলার আসামি করেছে শুধু মসজিদের যায়গা দখল করার জন্য। 


সে সময় শত-শত গ্রামবাসী নারী- পুরুষ  তার বিরুদ্ধে ফুঁসে ওঠে।


শেয়ার করুন