গতকাল শনিবার (১৫ মার্চ) চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে বিশেষ এক অভিযানে রাজধানী ঢাকার বসুন্ধরা মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রীকে নিয়ে বসুন্ধরা সিটিতে শপিং করতে গেলে সেখান থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি মো. জাহাঙ্গির।
সাজ্জাদ গ্রেফতারের পর তার স্ত্রী আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল ওই ভিডিওতে সাজ্জাদের স্ত্রীকে বলতে শোনা যায়, কড়ি কড়ি টাকা নিয়ে এসে তিনি তার গ্রেফতারকৃত স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাবেন।
সাজ্জাদের স্ত্রী ভিডিওতে আরও বলেন, ‘আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে তো হায়-হুতাশ করার কিছু নাই। মামলা যখন আছে, অ্যারেস্ট তো হবেই। তো এগুলা নিয়ে টেনশন করে, দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই।’
তার ভাষ্যে, যারা ভাবছে সাজ্জাদ কোনোদিন বের হতে পারবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
এছাড়া, বান্ডেল বান্ডেল টাকা ছেড়ে ১০-১২ দিনের মধ্যে জামাইকে বীরের বেশে ছাড়িয়ে নেওয়ার কথা উল্লেখ করে তিনই বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। খেলা তো মাত্র শুরু, খেলা শুরু করছো তোমরা আর শেষ করবো আমরা।’