Saturday, March 22, 2025

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা,বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।


 বল দখলে এগিয়ে থাকল উরুগুয়ে, তবে পরিষ্কার সুযোগ বেশি তৈরি করল আর্জেন্টিনা। সেগুলোর একটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক গোল উপহার দিলেন তিয়াগো আলমাদা। ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে খুঁজে নিলেন জাল। উরুগুয়ের মাঠে জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে ১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা।

৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ‍্যে


শেয়ার করুন