Wednesday, April 2, 2025

চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০


 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের  ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পুরুষ বলে জানা গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।


বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের ৮  যাত্রী। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবরটি নিশ্চিত করেন, লোহাগাড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ নিয়ে গত তিন দিনে একই এলাকায় পরপর তিনটি দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন।

শেয়ার করুন