ভারতের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ দখল করা এত সহজ না। আপনাদের একদিক থেকে চীন গুঁতা দেয়, একদিক থেকে পাকিস্তান দেয়। চীন-পাকিস্তান সামলাতে আপনাদের জান শেষ। আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না। তিনদিক থেকে গুঁতা শুরু হলে আপনারা টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, গোলামির নয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি, ছাত্র-জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিল ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে, নাম বদলে হিন্দু নাম নিয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরও দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি। সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই, ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমানের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ বক্তব্য দেন।