কক্সবাজারের পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামি মেহের আলীকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।২৫ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালিয়াখালী এলাকার মৃত দিশা মিয়ার ছেলে।র্যাব সুত্রে জানা যায়,গ্রেফতার মেহের আলী চকরিয়া থানার এজাহারনামীয় পলাতক আসামি। তিনি পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম প্রকাশ বাইট্টা জাফরের অন্যতম সহযোগী।গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও ডিসিএমএস পর্যালোচনা করে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মেহের আলীর বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।