Wednesday, April 23, 2025

জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের


 ইরাকপ্রবাসী বাংলাদেশিদেরকে ভিসা সংক্রান্ত জালিয়াতি থেকে সতর্ক থাকতে  পরামর্শ দিয়েছে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২২ এপ্রিল) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, কিছু অসাধু চক্র দূতাবাসের কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল নকল করে জাল ভিসার কাগজপত্র তৈরি করছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে না জড়াতে এবং যাচাই-বাছাই ছাড়া কারো প্রলোভনে সাড়া না দিতে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে সন্দেহ হলে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুন