Sunday, April 6, 2025

পটুয়াখালীতে সেনা সদস্যকে কুপিয়ে জখম


 পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৫ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে বগা বন্দরের পালপাড়া রোডে এ ঘটনা ঘটে। 

আহত সেনা সদস্যের নাম ফজলে রাব্বি (২৬)। তিনি মাওয়া জাজিরা সেনানিবাসে আর্টারি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার  নাম মজিবর হাওলাদার। তারা বাউফলের বগা বন্দর এলাকার স্থানীয় বাসিন্দা।

ভুক্তভোগী সদস্যের স্বজনরা জানান, সেনা সদস্য ফজলে রাব্বি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসেন। গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫-৭ জন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পালপারা এলাকার একটি বাসায় নিয়ে আটকে রাখেন।

পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে সটকে পরে দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্পে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধে এই হামলা হতে পারে বলে ধারণা ভুক্তভোগীর স্বজনদের।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল কামাল হোসেন বলেন, ঘটনা জানি কিন্তু থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। তবুও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



শেয়ার করুন